গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জে লাহু মোল্যা ওরফে লাক্কু মোল্যা (৬৩) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় নিহতের বড় ভাই মাক্কু মোল্যা (৬৫) আহত হন। আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্যা জানান, পূর্বশত্রুতার জের ধরে পাইককান্দি ইউনিয়নের বর্তমান মেম্বার মাক্কু মোল্যা ও সাবেক ইউপি মেম্বার খোকন মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ছয় দিন আগে খোকন মোল্যার ভাই ফরিদ মোল্যাকে কুপিয়ে গুরুতর আহত করে মাক্কু মোল্যার লোকজন। এ ঘটনার পর খোকন মোল্যা ও মাক্কু মোল্যার মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ দেখা দিলে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এর জের ধরে ভোররাতে খোকন মোল্যার লোকজন বাড়িতে হামলা চালিয়ে লাক্কু মোল্যা ও মাক্কু মোল্যাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাঁদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৪টার দিকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য লাক্কু মোল্যা মারা যান।
এ হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের তিনটি বাড়ি ভাঙচুর করে মাক্কু মোল্যার লোকজন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এ ছাড়া এ ঘটনায় ওই গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত খোকন মোল্লার লোকজনকে না পেয়ে পুলিশ চার নারীকে আটক করে নিয়ে যায় বলে জানান ওসি জাকির হোসেন।