ভালো আচরণ না করলে খবর আছে : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ করতে হলে নিয়মশৃঙ্খলা মানতে হবে। যারা জনগণের সঙ্গে ভালো আচরণ করবে না তাদের খবর আছে। তারা আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাবে না।’
আজ বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এ সব কথা বলেন ।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণকে সুখী করতে হবে। দেশের তরুণদের রক্ষায় এগিয়ে আসতে হবে। মাদককে না বলতে হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চড়া চলবে না।’
জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দীপু মনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সভা পরিচালনা করেন।
ঝিনাইদহে আসার পথে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে পৃথক পথসভায় বক্তব্য দেন কাদের। এ ছাড়া কুষ্টিয়া যাওয়ার পথে শৈলকুপার আরো কয়েকটি পথসভায় বক্তব্য দেন তিনি।