সালাহ উদ্দিনকে নিয়ে ভারতের পর বাংলাদেশের সিদ্ধান্ত
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ব্যাপারে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সালাহ উদ্দিন আহমেদ ও মানবপাচার নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত সালাহ উদ্দিনের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় তা দেখার পর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে।’ তিনি আরো বলেন, ‘সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা আছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাঁর সন্ধানও করছে।’
জেলেরা পরিচয়পত্র পাবে
মানবপাচারের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মানবপাচারের সাথে জড়িত গডফাদারদের ছাড় দেওয়া হবে না। এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।’ তিনি আরো বলেন, ‘মানব পাচার রোধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে।’
সাগরে ভাসমান মানুষদের ব্যাপারে আসাদুজ্জামান খান বলেন, ‘সাগরে ভাসমান অবস্থায় যারা এখন আছে তাদের বেশির ভাগই রোহিঙ্গা, তবে বাংলাদেশিও থাকতে পারে। তাদের উদ্ধারের জন্য কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা গভীর সমুদ্রে মাছ ধরে সেসব জেলেকে পরিচয়পত্র দেওয়া হবে। এ রকম করে প্রতিটি মাছ ধরার ট্রলারে পরিচয়পত্র দেওয়া হবে। তিনি আরো বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমারের সঙ্গে ৮০ কিলোমিটার সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।