পঞ্চগড়ে দুজনকে কুপিয়ে জখম
পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামে আজ মঙ্গলবার ভোর রাতে পারিবারিক কলহের জের ধরে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
আহত দুজন হলেন বলেয়াপাড়ার মৃত নজরুল ইসলাম প্রধানের দ্বিতীয় স্ত্রী সুফিয়া খাতুন (৫১) ও তাঁর ছেলে আবু সায়েদ প্রধান (৩৩)। ঘটনার পর থেকে সুফিয়ার সৎছেলে মাসুদ রানা প্রধান (২৬) পলাতক।
খবর পেয়ে পঞ্চগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম প্রধানের বড় স্ত্রীর ছেলে মাসুদ রানা বাবার সম্পদ ভাগ বাটোয়ারা ও আলাদা টিউবওয়েল-লেট্রিন বসানোর জন্য সৎমা ও ভাইয়ের প্রতি চাপ প্রয়োগ এবং বিভিন্ন লোক মারফত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে আবু সায়েদের মা সুফিয়া খাতুন সৎছেলে মাসুদ রানার বিরুদ্ধে গত ১৮ মে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন গভীর রাতে আবু সয়েদ ও মাসুদ রানার মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হলে মাসুদ একটি ধারালো ছুরি দিয়ে বড় ভাই আবু সায়েদকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার-চেচামেচি শুনে ঘুমিয়ে থাকা আবু সায়েদের মা সুফিয়া খাতুন মাসুদকে থামাতে এলে তাঁকেও কুপিয়ে আহত করে। ঘটনার পর পরই মাসুদ পালিয়েছে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে মাসুদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।