মির্জা ফখরুলের জামিন-রিমান্ড আবেদন নাকচ
নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে পুলিশের ৩০ দিনের রিমান্ড আবেদনও নাকচ করা হয়েছে। এ ছাড়া এসব মামলায় বিএনপি নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম অশোক কুমার দত্ত এ আদেশ দেন। সকালেই আদালতে হাজির করা হয় মির্জা ফখরুলকে। তিন মামলায় পুলিশ বিএনপি নেতার ৩০ দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে, ফখরুলের পক্ষের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ওই রায় দেন।
মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী বোরহান আহমেদ, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী তাপস কুমার পাল।
গত ৪ জানুয়ারি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা করা হয়। এর পর ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগের দিন থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি।