বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘ডাকাত’ গুলিবিদ্ধ
বগুড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাহালু উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজীউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাতে উপজেলার কর্নিপাড়া বাজারের দক্ষিণ পাশে ডাকাতদল অবস্থান করছে। এর পর ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আবদুল আলিম (২৬) ও ফুলবর (৩৮) নামের দুই ডাকাতকে আটক করা হয়।
এএসপি জানান, ঘটনাস্থল থেকে প্রচুর দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত ডাকাতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল আবু বক্কর ও তৌহিদুল। তাঁরা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানানো হয়েছে।