ঝিনাইদহে আরেক আ. লীগ নেতাকে উঠিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুর (৫০) পরিবার অভিযোগ করেছে, তাঁকে সোমবার বিকেলে উপজেলা সদরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
তবে এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সোমবার রাত সাড়ে ৮টার দিকে এনটিভি অনলাইনকে জানান, তিনি মাত্রই যশোরে একটি মামলার স্বাক্ষী দিয়ে থানায় ফিরেছেন। খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবেন।
এর আগে গত ৯ নভেম্বর কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজুর রহমান খাঁনকে তুলে নেওয়ার অভিযোগ করে তাঁর পারিবার। যদিও গত রোববার মো. আজিজুর রহমান খাঁন আদালতে একটি মামলায় জবানবন্দি দিয়েছেন।
সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুর ভাই আব্দুর রশিদ গতকাল সোমবার সন্ধ্যায় অভিযোগ করেন, তাঁর ভাইয়ের উপজেলা শহরে ‘আশার আলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিকেল সাড়ে ৩টায় তিনি সেখানেই কাজ করছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে ৫-৬ জন সাদা পোশাকের লোক সেখানে আসে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওহিদুজ্জামান ওদুকে উঠিয়ে নিয়ে যায়।
এরপর থেকে ওহিদুজ্জামান ওদুকে কোথায় পাওয়া যাচ্ছে না বলে জানান তাঁর ভাই। তিনি বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। তারা অস্বীকার করছে।’
আব্দুর রশিদ আরো জানান, তাঁর ভাই দীর্ঘ ৩০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। সামরিক শাসক এরশাদ সরকারের আমলে তিনি পুলিশি নির্যাতনের স্বীকার হন। তিনি কালীগঞ্জ-কোটচাঁদপুর-মহেশপুর থানা মোটরশ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক নির্বাচিত হন। তিনি বিএনপির সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন।