কালাইয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/22/photo-1479835678.jpg)
জয়পুরহাটের কালাই পৌর এলাকার কলেজপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে আজ মঙ্গলবার সকালে নাসরিন সুলতানা পুতুল (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় গৃহবধূর স্বামী আকবর আলীকে (৩৯) পুলিশ আটক করেছে।
আকবর আলী স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক। এটি হত্যা নাকি আত্মহত্যা সে সর্ম্পকে নিশ্চিত হতে নিহত নাসরিন সুলতানা পুতুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, মৃত পুতুলের মা গুলশান আরা অভিযোগ করেন, প্রায় আড়াই বছর আগে আকবর আলী তাঁর মেয়েকে বিয়ে করেন। এর আগে তিনি তাঁর প্রথম স্ত্রীকেও কৌশলে হত্যা করেছিলেন। বিয়ের কিছুদিন পর থেকে আকবর আলী পরকীয়ায় জড়িয়ে পড়েন। আকবর আলীর প্রথম স্ত্রীর পক্ষে একটি মেয়ে রয়েছে। পুতুলের দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাটের বাসিন্দা গুলশান আরা অভিযোগ করেন, যৌতুকের জন্য পুতুলের ওপর চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন। এ নিয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে গতকাল সোমবার রাতে পুতুলকে শ্বাসরোধ করে হত্যার পর এ ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেন আকবর আলী।
এ সর্ম্পকে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিশ্বজিৎ কুমার জানান, মৃত পুতুলের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুতুলের মৃতদেহ উদ্ধার এবং আকবর আলীকে আটক করা হয়েছে।