ঝিনাইদহে শাহানূরের পা কাটার মামলায় আরেকজন গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবা শাহানূর বিশ্বাসের দুই পা হারানোর ঘটনায় করা মামলার তিন নম্বর আসামি কোরবান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গ্রেপ্তার করা হয় কোরবানকে।
কোরবান মামলার প্রধান আসামি কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামালের ভাই।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, আজ বুধবার মামলার প্রধান আসামিসহ ১৩ জন ঝিনাইদহের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করছেন। তাঁরা আদালত প্রাঙ্গণে অবস্থান করছেন।
ওই মামলায় এর আগে কামালের বড় ভাই আজাদ ও লিখন নামের অপর একজনকে চলতি মাসের ৭ তারিখে গ্রেপ্তার করা হয়। অবশ্য এরই মধ্যে আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন লিখন।
আজ সকালে ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান কালীগঞ্জ থানা পরিদর্শন করেন। এ সময় তিনি আলোচিত এ মামলার নথি পর্যালোচনা করেন। এ খবর জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের কৃষক শাহানূর আলম। তাঁর দুই মেয়ে। তাঁদের একজনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত ১৬ অক্টোবর দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে শাহানূরের দুটি পা ভেঙে দেয়। তিনি বর্তমানে দুই পা হারিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দুই পা কেটে ফেলতে হয়েছে।