দুই পা হারানো বাবার চিকিৎসার খরচ বহনের নির্দেশ
ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে দুই পা হারানো বাবা শাহানূর বিশ্বাসের চিকিৎসার সব খরচ বহন করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর পরিবারের সবাইকে নিরাপত্তা দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২৭ নভেম্বর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে আজ মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়। আজ রাষ্ট্রপক্ষ প্রতিবেদন দাখিলের পর আদেশ দেন আদালত।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালতে শুনানিতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তিনি জানান, হাইকোর্টের আদেশের পর সব আসামিকে কারাবন্দি করা হয়েছে। এর পর আদালত আজ নতুন আদেশ দেন।
এর আগে ২২ নভেম্বর সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দি করতে নির্দেশ দেন হাইকোর্ট।
গত ১৬ অক্টোবর সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামে বখাটেরা শাহানূর বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করে। তিনি এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
পেশায় বর্গাচাষি শাহানূরের দুটি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে।
মামলার প্রধান আসামি কামাল নলভাঙ্গা গ্রামের বাসিন্দা ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।