নীলফামারীতে ভারতীয় প্রেমিক যুগল আটক
ভারত থেকে পালিয়ে আসা এক প্রেমিক যুগলকে নীলফামারী থেকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সৈয়দপুর উপজেলা শহরের মিস্ত্রিপাড়ার শেখরতলা এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর থানাধীন সূত্রাগড় সেনপাড়া লেনের দশম শ্রেণির এক ছাত্রীর (১৪) সাথে পাশের ফকিরপাড়ার নাঈম ওরফে শাহীনের (২১) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ প্রেমের সূত্রে তারা গত বছরের ২৩ জুলাই হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে চলে আসে। এ ঘটনায় পরদিন ২৪ জুলাই ছাত্রীর বাবা শান্তিপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে মেয়েটির পরিবার জানতে পারে, প্রেমিক যুগল শাহীনের দাদার বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ায় অবস্থান করছে। এ অবস্থায় স্কুলছাত্রীর বাবা তাঁর মেয়েকে উদ্ধারে গত ১৫ মে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কাছে আবেদন জানান। এ আবেদনের সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে সৈয়দপুর থানার পুলিশ এ প্রেমিক যুগলকে আটক করে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘অন্য একটি দেশের দুই নাগরিক অবৈধভাবে এ দেশে লুকিয়ে ছিল। খবর পেয়ে তাদের উদ্ধার করি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’