ডামুড্যায় শিশুর লাশ উদ্ধার, আটক ১

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়নের জয়ালু গ্রামে একটি ঘরের ভেতর থেকে আজ রোববার তারেক হাওলাদার (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পারভেজ নামের এক যুবককে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ মো. আশরাফুল আমীন জানান, উপজেলার জয়ালু গ্রামের ভ্যানচালক ফারেক আলী হাওলাদারের চার বছর বয়সী ছেলে তারেক হাওলাদার। সকাল ১০টার দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলছিল। সব শিশু ঘরে ফিরলেও তারেক ঘরে ফিরে যায়নি। পরে দুপুর ১টার দিকে তারেককে খুঁজতে বের হয় বাড়ির লোকজন। একপর্যায়ে পাশের বাড়ির একটি খালি ঘরে তারেকের লাশ দেখতে পায় স্বজনরা। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শিশুটির গলায় একটি রূপার চেইন ছিল। লাশের সাথে চেইন পাওয়া যায়নি। পুলিশের ধারণা রূপার চেইন ছিনিয়ে নিতেই শিশুটিকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের পারভেজ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডামুড্যা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।