তিন যুবলীগকর্মী হত্যায় নাটোরে দুদিনের কর্মসূচি
নাটোরের তিন যুবলীগকর্মী হত্যার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
আজ শুক্রবার দুপুরে নাটোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমনি বিপ্লব এ ঘোষণা দেন।
বিপ্লব অভিযোগ করেন, যুবলীগকর্মী সাব্বির, আবদুল্লাহ ও সোহেল হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আটকে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও কোনো কিছু করতে পারেনি। এ অবস্থায় আগামীকাল শনিবার মানববন্ধন ও রোববার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক ডাবলু ও পৌর যুবলীগের আহ্বায়ক সাঈম হোসেন উজ্জ্বল উপস্থিত ছিলেন।
৩ নভেম্বর ওই তিন যুবলীগকর্মীকে নাটোর থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে ৫ নভেম্বর দিনাজপুর থেকে তাঁদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।