নেত্রকোনায় সাড়ে তিন লাখ শিশুর জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার ১০ উপজেলায় প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জাতীয় এ কর্মসূচির আওতায় নেত্রকোনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে আজ এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শনিবার সকাল ৮টায় আধুনিক সদর হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ারা বেগম, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সিভিল সার্জন হাবিবুর রহমান জানান, আজ সারা দিনে জেলার ২২৬৪টি টিকাদান কেন্দ্রে ছয় থেকে ১১ মাসের ৩৬ হাজার ৪৮৪ জন এবং ১২ থেকে ১৯ মাসের তিন লাখ ২২ হাজার নয়জন শিশুকে টিকা খাওয়ানো হবে।