খুলনায় ভ্যাট দিবস পালিত হচ্ছে
‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ স্লোগান নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ খুলনায় জাতীয় ভ্যাট দিবস পালিত হচ্ছে।
দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় মোংলা কাস্টম হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বেলুন ও কবুতর উড়িয়ে এই র্যালির উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পারভেজ ইকবাল। পরে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ী মোড় গিয়ে শেষ হয়।
ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন ভ্যাট কমিশনার কে এন এম ওহিদুল আলম, মোংলা কাস্টমস কমিশনার ড. আল আমিন প্রামাণিক প্রমুখ।
পরে দিনের কর্মসূচি হিসেবে নগরীর টাইগার গার্ডেনে গত অর্থবছরের সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দেওয়া হয়।