হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের ইন্তেকাল
হবিগঞ্জের সাংবাদিকতা জগতের পথিকৃৎ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আমীর হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমীর হোসেন মারা যান।
অ্যাডভোকেট মো. আমীর হোসেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই স্বাধীনতার আগে তিনি সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। পরে তিনি আইনজীবী হিসেবে হবিগঞ্জ বারে যোগ দেন। সাংবাদিক হিসেবে তিনি দৈনিক বাংলা ও বাংলার বাণীর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং মানবজমিনের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭২ সালে তিনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি এই ক্লাবের পাঁচ বার সভাপতি নির্বাচিত হন। আইনজীবী হিসেবে তিনি হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সিলেট বিভাগ আন্দোলন, রেল আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন। হবিগঞ্জ মুক্ত স্কাউটের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
আমীর হোসেন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর ছেলে জুলফিকার হোসেন তানজীম এবং মেয়ে নুসরাত আফজা যুক্তরাষ্ট্র প্রবাসী। অপর মেয়ে জিনাত আফজা ঢাকায় বসবাস করেন। তাঁর ছেলে জুলফিকার হোসেন তাজীম সোমবার খবর পেয়েই দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তবে তাঁর জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি।