জয়পুরহাট সীমান্তে ভারতীয় গরু জব্দ
জয়পুরহাটের সদর উপজেলার সীমান্ত থেকে আটটি ভারতীয় গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কেউ আটক হয়নি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খনজনপুর সীমান্ত এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।
জয়পুরহাট ২০ বিজিবির অধীন পাঁচবিবি স্পেশাল ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম মোস্তফা জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ সকালে খনজনপুর সীমান্ত এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় পাচার করে আনা আটটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়। গরুগুলোর মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ টাকা। পরে এগুলো দিনাজপুরের হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।