শরীয়তপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট যুব ইউনিটের প্রধান তাজুল ইসলাম সরকারের ওপর বোমা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক নামে একটি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সর্বস্তরের তিন শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধন থেকে তাজুল সরকারের ওপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মোতালেব ঢালী, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছাত্তার পাহাড়, সদর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বাচ্চু বেপারী প্রমুখ।
গত ৭ এপ্রিল জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাজুল সরকারের ওপর বোমা হামলা চালানো হয়। এতে তাজুল সরকারসহ পাঁচজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাজুল সরকারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এই ঘটনায় তাজুলের স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হাওলাদারসহ ১৫ জনকে আসামি করে পালং মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। দীর্ঘদিন পার হয়ে গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মামলার বাদী তানিয়া আক্তার বলেন, ‘আমার চোখের সামনেই সন্ত্রাসীরা আমার স্বামীর ওপর হামলা করেছে। মামলা করেও কোনো ফল পাচ্ছি না। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। সন্ত্রাসীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।’
এ ব্যাপারে পালং মডেল থানার পরিদর্শক খন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘এই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিরা সবাই পলাতক থাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।’