সুন্দরবনে জলদস্যুদের গুলিতে মৌয়াল আহত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ফিরিঙ্গির চরে জলদস্যুদের গুলিতে মৌয়াল রবিউল ইসলাম (৩৫) আহত হয়েছেন। চাঁদা আদায়ের লক্ষ্যে জিম্মি করার চেষ্টায় ব্যর্থ হয়ে জলদস্যুরা গুলি করে বলে জানিয়েছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, রবিউল বন বিভাগের পাস নিয়ে তাঁর সহযোগীদের সাথে বনের বিভিন্ন এলাকায় মধু সংগ্রহ করছিলেন। গতকাল রোববার দুপুরে ফিরিঙ্গির চর এলাকায় তাঁদের ট্রলারে থাকা মৌয়ালদের কাছে চাঁদা চায় জলদস্যুরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জলদস্যুরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর গুলি করে। এতে রবিউল আহত হন। সহযোগীরা আজ সোমবার তাঁকে নিয়ে উপকূলে চলে আসে বলে জানান তিনি।
গুলিবিদ্ধ মৌয়াল রবিউল শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের কেনা গাজীর ছেলে। তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।