নাটোরে ছয়জন আটক, অস্ত্র জব্দ
নাটোরের লালপুর উপজেলা থেকে ছয়জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রামকৃঞ্চপুর চিনির বটতলা এলাকায় তাঁদের আটকের সময় দুটি বিদেশি রিভলবার, পাঁচটি গুলি জব্দ করার দাবি করেছে পুলিশ।
আটক ব্যক্তিদের নাম জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তাদের বাড়ি লালপুরের গোপালপুরে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, আজ দুপুরে নাশকতার উদ্দেশ্যে একদল যুবক ওই এলাকায় জড়ো হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় দুটি বিদেশি রিভলবার, পাঁচটি গুলিসহ ছয়জনকে আটক করা হয়।