রাজধানীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/03/dmc_ntv.jpg)
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে অনিক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর হাজারীবাগে এ ঘটনা ঘটে।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
শিশুটির গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী থানায়। তার মা পারভিন আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী। তার হাতে লিচু দিয়ে আমি কাজ করছিলাম। এ সময় গলায় লিচুর বিচি আটকে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মো. বাচ্চু মিয়া বলেন, ‘লিচুর বিচি গলায় আটকে গুরুতর আহত হলে শিশুটিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।’