রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

ডিএমপি লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৭ জুন) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৮২৮ পিস ইয়াবা, ১৩ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৮০ দশমিক পাঁচ গ্রাম হেরোইন ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।