নতুন বিভাগীয় কমিশনার পাচ্ছে খুলনা, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান
খুলনা পাচ্ছে নতুন বিভাগীয় কমিশনার। গতকাল বৃহস্পতিবার (৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল মাহমুদ শরীফকে বিভাগীয় কমিশনার করা হয়েছে। অপর প্রজ্ঞাপণে মো. জিল্লুর রহমান চৌধুরীকে খুলনার বিভাগীয় কমিশনার থেকে বদলি করে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে। যদিও তিনি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আপিল কমিশনার হিসেবে নিযুক্ত আছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জিল্লুর রহমনানকে জনস্বার্থে বদলি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
আজ বদলির বিষয়ে জানতে মো. জিল্লুর রহমান চৌধুরীর সঙ্গে মুঠোফোনে চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি।
আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। এর আগে গত মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমিতে সিটি করপোরেশন নির্বাচনে মেয়রসহ সব প্রার্থীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এক প্রার্থী অভিযোগ জানানোর সময় অন্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে সভার সভাপতি মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘পেশি শক্তি শো করছেন? বেশি বাড়বেন না। আইন হাতে নেবেন না। সে কথা বলছে, তাকে কথা বলতে দেন। নির্বাচন কমিশনের মাননীয় সচিবের অনুমতি নিয়ে সে কথা বলছে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের উপস্থিতিতে। আপনি তাকে ভুয়া ডাকবেন কেন? এখানে তো গণতন্ত্রের ‘গ-ও নেই। সাবধান করে দিলাম আপনাকে। আমি আপনার ছবি তুলেছি। এখানে রাষ্ট্র বসে আছে। আপনাদের সবাইকে অনুরোধ করি, যে যার কথা বলেন—শালীনতার সঙ্গে বলেন, নিয়মের সঙ্গে বলেন। নিজেকে মহামহীম মনে করবেন না।’
সেদিন জিল্লুর রহমান আরও বলেন, ‘এখানে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। এটা আমরা করতে দেব না। কেউ বেশি বাড়াবাড়ি করলে ক্ষতিগ্রস্ত হবেন। খুলনায় নির্বাচনের সুন্দর একটি পরিবেশ রয়েছে। নির্বাচন নিরপেক্ষ হবে, সুন্দর হবে।’