সালাম মুর্শেদীর দুর্নীতির মামলার অনুসন্ধান সম্পন্ন করতে হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুসন্ধান ২০ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শেষবারের মতো এই সময় দেওয়া হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (১৪ জুন) এই আদেশ দেন।
এর আগে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতের কাছে অনুসন্ধান শেষ করার জন্য সময় চেয়ে আবেদন করেন। তিনি জানান, অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে আছে।
আব্দুস সালাম মুর্শেদী সংসদ সদস্য, ব্যবসায়ী ও সাবেক ফুটবলার। রাজধানীর গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কে অবস্থিত ২৯ নম্বর বাড়িটি (সিইএন-ডি ২৭) নিয়ে রয়েছে অভিযোগ। পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত বাড়িটি দখলে রাখার অভিযোগ তুলে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক গত বছরের ৩০ অক্টোবর রিট করেন। শুনানি নিয়ে গত বছরের ১ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। বাড়িসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র হলফনামা আকারে ১০ দিনের মধ্যে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়। পরে নথিপত্র পর্যালোচনা করে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। তবে কয়েক দফা সময় নিলেও দুদকের অনুসন্ধান এখনও শেষ হয়নি।