তিন বছর পর নাকুগাঁও স্থলবন্দর সচল
দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার স্থলবন্দর নাকুগাঁও দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) আনুষ্ঠানিকভাবে এই যাত্রী পারাপার শুরু হয়। সেই সঙ্গে শুরু হয় আমদানি-রপ্তানি প্রক্রিয়াও।
ইমিগ্রেশন বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিন উদ্দিন যাত্রী পারাপারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুর পর্যন্ত পাঁচ বাংলাদেশী ও পাঁচ ভারতীয় নাগরিককে ইমিগ্রেশন শেষে ভারতে পাঠানো হয়েছে।
নাকুগাঁও স্থলবন্দরের বিপরীতে রয়েছে ভারতের মেঘালয়ের ডালু ইমিগ্রেশন। ২০২০ সালে করোনার কারণে এই দুই ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়। এ ছাড়া সব ধরনের পণ্য আমদানিও বন্ধ ছিল এই স্থলবন্দর দিয়ে।
বিশেষ করে ভারত থেকে পাথর ও কয়লা আমদানি হতো এই স্থলবন্দর দিয়ে। দীর্ঘদিন পর স্থলবন্দরটি চালু হওয়ায় পাথর ও কয়লা আমদানিকারকরাও খুশি।
ব্যবসায়ীরা জানান, স্থলবন্দরটি খুলে দেওয়ায় দুই দেশের ব্যবসায়ীরাই খুশি।