জাল টাকা শনাক্তে হাটে থাকবে মেশিন, পথে পশুবাহী গাড়ি থামালে ব্যবস্থা
ঈদুল আজহাকে সামনে রেখে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন, দিয়েছে নানা নির্দেশনা। জানিয়েছে তথ্য। বলেছে—জাল টাকা প্রতিরোধে পশুর হাটে জাল নোট শনাক্ত করার মেশিন থাকবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না। কেউ যদি পশুবাহী গাড়ি অথবা নৌযান থামায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার (২৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ফের এসব তথ্য তুলে ধরে নানা নির্দেশনা ও হুঁশিয়ারি দিয়েছেন।
গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় এবং বাইপাইলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ‘কেউ এ ধরনের সমস্যার মুখোমুখি হলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করুন।’
একইসঙ্গে আইজিপি পশুবাহী পরিবহণের সামনে পশুর গন্তব্য স্থান বা হাটের নাম লিখে ব্যানার টানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদুল ফিতরে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। গতবারের অভিজ্ঞতার আলোকে আমরা এবারও আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। তবে, এবার গত ঈদের চেয়ে চ্যালেঞ্জ ভিন্ন। কারণ, গতবার শুধু যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে। এবার যাত্রীর পাশাপাশি কোরবানির পশু পরিবহণও আছে। এ ছাড়া রয়েছে মৌসুমী ফল পরিবহণ। আমরা সবকিছু বিবেচনায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।’
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহানগর পুলিশ, জেলা পুলিশসহ পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ একযোগে কাজ করছে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারও জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’