সংসদ নির্বাচন কবে, জানালেন প্রধানমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/25/pm-sheikh-hasina-parliament_0.jpg)
ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে হবে এই নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (২৫ জুন) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন। সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে এটাই শেষ বাজেট। তবে, একেবারে শেষ বাজেট কি না, সেই সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে। চলতি বছরের শেষের দিকে বা ২০২৪ সালের শুরুতে হবে এই নির্বাচন।’
এ সময় মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের পাঁচ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে একটি বাজেট দেওয়াই বড় ব্যাপার। সংকটের মধ্যেও শক্ত হাতে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা হয়েছে। বেশি দামে পণ্য আমদানি করতে গিয়ে রিজার্ভে টান পড়েছে। তবে, বর্তমানে রিজার্ভ রয়েছে তা দিয়ে আরও চার থেকে পাঁচ মাস খাদ্য কেনার সক্ষমতা আছে বাংলাদেশের।’