তর্কের জেরে নিরাপত্তাকর্মীকে খুন, স্বীকারোক্তি আসামির
গেট খোলা নিয়ে ভবনের নিরাপত্তাকর্মী আজিম শেখের সঙ্গে বাগবিতণ্ডা হয় কৃষি গবেষণা নার্সারির অফিস সহকারী সাগরের (১৮)। একপর্যায়ে ওই নিরাপত্তাকর্মীর বুকে ও পিঠে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান সাগর। এতেই মারা যান আজিম শেখ। হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আটক ওই অফিস সহকারী।
আজ মঙ্গলবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিহত আজিম শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুবুরিয়া গ্রামের মেজন শেখের ছেলে। তিনি রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের মিয়া টাওয়ারে থেকে ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। আর ওই ভবনেই থাকতেন অভিযুক্ত সাগর।
নথি থেকে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে সাগর দেরি করে বাসায় ফিরেন। রাত ৩টার দিকে বাসার গেটে যান তিনি। এ সময় গেট খোলা নিয়ে নিরাপত্তাকর্মী আজিম শেখের সঙ্গে তর্ক হয় তার। বাগবিতণ্ডার একপর্যায়ে আজিম শেখের বুকে ও পিঠে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান সাগর। এতে সাগরের হাতও সামান্য কেটে যায়। সাগর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সেখান থেকে আটক করে।