জলজট হলেও পানি দ্রুত সরে যাচ্ছে : মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে দুই দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সে তুলনায় সড়কে এবার পানি জমেনি। কিছু কিছু জায়গায় জলজট হলেও পানি দ্রুত সরে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ঢাকা উত্তরের মেয়র।
মেয়র মো. আতিকুল ইসলাম আরও বলেন, আগে বৃষ্টি হলে বিভিন্ন স্থানে আটকে যেতে হতো। এবার উত্তরার বাসা থেকে বৃষ্টির মধ্যেও জাতীয় ঈদগাহে আসতে পেরেছেন। উত্তরা থেকে আসার সময় দেখেছি, যে পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তায় সে পরিমাণ জলজট হলেও পানি নেমে গেছে।
বর্জ্য দ্রুত সরাতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন ডিএনসিসি মেয়র বলেন, আমরা প্রত্যেককে পলিথিন দিয়েছি। দয়া করে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন। কোরবানির পশুর বর্জ্য অপসারণে উত্তর সিটির প্রায় ১১ হাজার শ্রমিক কাজ করছেন।
বর্জ্য অপসারণে পরিচ্ছন্নকর্মীকে সাহায্য করতে নগরবাসীদের অনুরোধ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, দ্রুত বর্জ্য অপসারণে করপোরেশনের কর্মকর্তারা মাঠে থাকবেন। এ জন্য নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। পশুর বর্জ্য অপসারণ করতে কেউ সহযোগিতা চাইলে নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে পারবেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে নগরবাসীকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে মন্তব্য করে ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, কোরবানি দিয়ে অনেকেই বাড়ি চলে যাবেন। তিনি বাড়ি যাওয়ার আগে যেসব পাত্রে পানি জমে, তা উল্টে রেখে যাবেন। এটা সবার জন্য সহায়ক হবে।