বৃষ্টি থাকবে আরও দুদিন
তীব্র দাবদাহের পর এসেছে বর্ষা। ঋতুটির প্রথম মাস অর্থাৎ আষাঢ়ে বৃষ্টি হচ্ছে দেশজুড়েই। ঈদুল আজহার আগের দিন থেকে আজ (বৃহস্পতিবার) ঈদের দিনেও দেশজুড়েই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী শনিবার পর্যন্ত চলতে পারে।
আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাদের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই অবস্থা আরও অন্তত দুদিন থাকবে।
ঈদের দিনের বৃষ্টিপাতে বিপাকে পড়েছেন অনেকে। অনেক জায়গায় ঈদগাহের পরিবর্তে নামাজ হয়েছে মসজিদে। এ ছাড়া পশু কোরবানির সময় ভোগান্তি আরও বাড়ে। রাজধানীর অনেক রাস্তায় উঠেছে পানি। অপেক্ষাকৃত নিচু এলাকাগুলোতে পানি জমেছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, রাজধানীতে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সারা দিনই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। থেমে থেমে বৃষ্টিও হতে পারে। তবে, দুপুরের পর বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব-হরিয়ানা-উত্তর প্রদেশ এবং লঘুচাপের কেন্দ্রস্থল বিহার-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায় ১৫৯ মিলিমিটার।