নির্বাচনী প্রচারে অংশ নেওয়া সেই সিনিয়র সচিব খাজা মিয়া ওএসডি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে জননপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ মঙ্গলবার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
খাজা মিয়ার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদও প্রকাশিত হয়। ওসব প্রতিবেদনে বলা হয়, আগামী নির্বাচনে নিজ এলাকা নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে খাজা মিয়া শুরু করেছেন নির্বাচনি প্রচারণা। অথচ, তার চাকরির মেয়াদ আছে আরও এক বছর। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তার অবসর গ্রহণের তিন বছর পার হওয়ার আগে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই।
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সিনিয়র সচিব খাজা মিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানতে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট বারের এক আইনজীবী। গত বৃহস্পতিবার অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান এ নোটিশ দেন। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে খাজা মিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে বলা হয়।