চাকরিবিধি লংঘন, সেই তাপসী সাময়িক বরখাস্ত
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরিবিধি লংঘনের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ সোমবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল রোববার তাপসী তাবাসসুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছিল।
ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করারও গুরুতর অভিযোগ রয়েছে এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসাইন সাংবাদিকদের জানান, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে হয় ওএসডি করার পর সাময়িক দরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুক আইডিতে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
এর আগেও তাপসী তার ফেসবুকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উসকানিমূলক পোস্ট করেন। তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহেত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেও উসকানিমূলক পোস্ট দিয়ে প্রশাসনে বিতর্কের জন্ম দেন।