মাংস রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ : প্রাণিসম্পদ মন্ত্রী
‘মাংসে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মাংস বিদেশেও রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ শুক্রবার (১৪ জুলাই) সকালে বরিশালের সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘এই খাতের উন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আরও পরিকল্পনা রয়েছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত সময়ে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রণিসম্পদ মন্ত্রী বলেন, ইলিশ মাছের চাহিদা পূরণে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নানা প্রস্তুতি গ্রহণ করেছে। জেলেদের আর্থিক সহায়তা প্রদানসহ নদীর পানি প্রবহমান ও গতিশীল করতে সরকারের বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।