দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ সময় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। আজ রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার শশরা ইউনিয়নের পাঁচবাড়ী হাটের সামনে ট্রাকের ধাক্কায় বাসচালকের সহকারী এবং অপর দুর্ঘটনায় চিরিরবন্দর উপজেলার মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত বাসচালকের সহকারীর নাম আবু বক্কর সিদ্দিক( ৩৫)। তিনি শশরা ইউনিয়নের উমরপাইল গোয়ালপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
জানা গেছে, দুপুর ২টার দিকে প্রভাতী এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ী থেকে ছেড়ে দিনাজপুর শহর অভিমুখে যাচ্ছিল। সদর উপজেলার পাঁচবাড়ী হাটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এ সময় বাসচালকের সহকারী আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদুল হাসান পলাশ জানান, আহতদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী। তাদের মধ্যে নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে সবাই আশঙ্কামুক্ত।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। বাসটি উদ্ধারে কাজ চলছে।
অপরদিকে চিরিরবন্দর উপজেলার ফকিরের মোড় নামক স্থানে মাইক্রবাসের ধাক্কায় রুহুল আমিন (৪৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।