বৈশ্বিক পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে চলতি বছর পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্সের মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশিত নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৬তম।
এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশিত তালিকায় লিবিয়া ও কসোভোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। ২০২২ সালে ছিল ১০৪তম।
কোনো নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই তালিকা।
সর্বশেষ তালিকায় সংস্থাটি জানায়, বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।
নতুন হেনলি ওপেননেস ইনডেক্স বিশ্বব্যাপী ১৯৯টি দেশ এবং অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ সূচক অনুসারে, ভারত তার সর্বশেষ অবস্থান ৮৫তম থেকে পাঁচ ধাপ উন্নতি করে ৮০তম স্থানে রয়েছে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) একান্ত ও অফিসিয়াল ডেটার ওপর ভিত্তি করে তৈরি সূচকে টানা পঞ্চম বছরের মতো জাপান শীর্ষস্থান ধরে রেখেছিল। কিন্তু, সর্বশেষ প্রতিবেদনে জাপান বিশ্বে ভিসামুক্ত প্রবেশাধিকারের ক্ষেত্রে তৃতীয় স্থানে নেমে গেছে। সিঙ্গাপুরের নাগরিকরা এখন ভিসা ছাড়াই বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। তাই শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। এছাড়া দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ ও সুইডেন সূচকে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে।
যুক্তরাজ্য, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে সূচকে চতুর্থ স্থান অর্জন করেছে। এছাড়া নরওয়ে, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, মাল্টা, পর্তুগাল, সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড ১৮৭টি দেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে সূচকে যৌথভাবে ৫ম স্থানে রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য তার সর্বশেষ অবস্থান সপ্তম থেকে ১৮৪টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে অষ্টম স্থানে নেমে গেছে।
তালিকার তলানিতে থাকা পাঁচটি দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান ১০৩তম, ইরাক ১০২তম, সিরিয়া ১০১তম, পাকিস্তান ১০০তম ও ইয়েমেন ৯৯তম।
হেনলি পাসপোর্ট সূচক আন্তর্জাতিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের (আইএটিএ) এই তালিকায় ১৯৯টি ভিন্ন পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য রয়েছে। এটি ত্রৈমাসিকভাবে আপডেট করা হয়।