হিরো আলমকে মারধর, আরেক আসামি রিমান্ডে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তালুকদার মাসুদ নামে আরেক আসামির তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।
এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরান ঢাকা থেকে তালুকদার মাসুদকে গ্রেপ্তার করা হয়। তিনি পিকআপ চালক বলে জানা গেছে।
এর আগে আরও পাঁচ আসামিকে তিন দিন করে রিমান্ড দেন আদালত। আসামিরা হলেন- মাহমুদুল হাসান, মুজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লা।