কুষ্টিয়ায় ‘মুক্তির মন্ত্র’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
কুষ্টিয়ার খোকসায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘মুক্তির মন্ত্র’র উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৫ আগস্ট) বিকেলে নিজ জন্মস্থান কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ চত্বরে এই ‘মুক্তির মন্ত্র’র উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন তিনি। পরে ‘মুক্তির মন্ত্র’ চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের ভুলে গেলে চলবে না। পাক হানাদারদের সঙ্গে যুদ্ধে নিহত অনেক মুক্তিযোদ্ধার নাম হারিয়ে গেছে। তাদের নাম পরিচয় খুঁজে বের করে স্মৃতি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমাদের আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেই উদ্যোগ নিতে হবে।’
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অর্থায়নে এক কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ‘মুক্তির মন্ত্র’ নির্মাণ করা হয়েছে। এই ভাষ্কর্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ লিপিবদ্ধ করা হয়েছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের মানচিত্র জুড়ে স্থান পেয়েছে ৭ মার্চের ভাষণদানরত বঙ্গবন্ধুর আবক্ষ ভাষ্কর্য। খোকসার দুজন শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিকামী ৩৫ জন মানুষের নামও অঙ্কিত হয়েছে সেখানে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ রুহুল আমিন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস প্রমূখ।