ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন রিমান্ডে

ঢাকা সিএমএম আদালত
নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় করা মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
এদনি ইয়ামিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) খান মনিরুজ্জামান। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে ১ আগস্ট দিবাগত রাতে ইয়ামিনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে ২০২১ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।