ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/08/chaatrdl.jpg)
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। ছবি : এনটিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান। ছাত্রদলের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত সভাপতি হওয়া রাশেদের বাড়ি নরসিংদী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। ছাত্রদলের বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি তিনি।
বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি রাশেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।