সরিষাবাড়ীতে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে জায়েদা বেগম (২৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সরিষাবাড়ি পৌরসভার বাউসি চরবাঙ্গালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে পৌরসভার চরবাঙ্গালী গ্রামের আমির উদ্দিনের ছেলে মহর মিয়ার সঙ্গে উপজেলার ডোয়াইল ইউনিয়নে চর বালিয়া গ্রামের জানিক মিয়ার মেয়ে জায়েদার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাঁদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকত। এর জের ধরে আজ দুপুরে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা তাঁর ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। তিনি দুই মেয়ে সন্তানের জননী।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।