নাশকতার মামলায় জেলা জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/18/untitled-22.jpg)
সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস আব্দুল খালেক। ছবি : এনটিভি
সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৮ আগস্ট) বেলা ২টার দিকে নিজ বাসা সদর উপজেলার ধলবাড়িয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতারসহ মোট ৪২টি মামলা চলমান রয়েছে। আগামীকাল বিস্তারিত তথ্য জানানো হবে।