যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, ইউপি সদস্য গ্রেপ্তার
কুমিল্লা বরুড়ায় চুরির অভিযোগে আবদুল হান্নান (৩২) নামে এক যুবককে উল্টো করে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ভাউকসার ইউনিয়নের চোত্তাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে জড়িত থাকার অভিযোগে রাতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুরির অপবাদে আবদুল হান্নানকে পেটানোর ৫৯ সেকেন্ডের ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, উল্টো করে ঝোলানোয় হান্নানের মাথা সড়কের পাশের একটি গর্ত বরাবর এবং পা ওপরে। কুঞ্চি হাতে দাঁড়িয়ে ছিলেন ভাউকসার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম। আশপাশে প্রচুর লোক ভিড় করেছেন। একপর্যায়ে ভুক্তভোগী হান্নান চিৎকার করতে থাকেন। কিন্তু, তাকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হান্নানের বিরুদ্ধে এলাকায় চুরিসহ নানান অভিযোগ রয়েছে। গত শুক্রবার (২৫ আগস্ট) দিনগত রাতে চোত্তাপুকুরিয়া গ্রামের এক দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার লোকজন আবদুল হান্নানকে সন্দেহ করেন। পরে বিষয়টি ইউপি সদস্য জহিরুল ইসলামকে জানানো হয়। গতকাল শনিবার সকাল ১০টায় ইউপি সদস্য জহিরুল এসে আবদুল হান্নানকে জিজ্ঞাসা করেন। এতে হান্নান চুরি করার বিষয়টি অস্বীকার করেন। পরে ইউপি সদস্য নিজেই হান্নানের পা দুটি বেঁধে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।
এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল ইসলাম বলেন, ‘এমন নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদিও হান্নান একজন পেশাদার চোর। তারপরও প্রকাশ্যে কাউকে এমনভাবে ঝুলিয়ে মারা উচিত হয়নি। আইন নিজে হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।’
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পরই পুলিশ ইউপি সদস্য জহিরুল ইসলাম এবং নুরুল নামে এক যুবককে আটক করে। পরে রাতে ভুক্তভোগী আবদুল হান্নান সাতজনের নাম উল্লেখ এবং তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দেন। এ মামলায় ইউপি সদস্য জহিরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’