সেনাবাহিনীর ২১ সদস্য পেলেন সেনাপ্রধানের প্রশংসাপত্র ও শুদ্ধাচার পুরস্কার
শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২১ সেনা সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। তাদেরকে প্রশংসাপত্র প্রদান ও ইনসিগনিয়া পরিয়ে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ রোববার (২৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে ওই ২১ সেনাসদস্যকে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে সাতজনকে প্রশংসনীয় কাজের জন্য পুরস্কার ও ইনসিগনিয়া পরিয়ে দেওয়া হয়। আর ২০২২-২৩ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য ১৪ সেনাসদস্যকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন-অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া প্রাপ্তির জন্য বিবেচনা করা হয়। এ ছাড়া বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সেনাপ্রধান অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উচ্চ মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও দায়িত্বের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘তাদের এই স্পৃহা সকলের জন্য পাথেয়।’ সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যদের এই ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনীতে এ বছর মোট ২৬০ জন জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কারপ্রাপ্ত হন। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে দ্বিতীয়বারের মত আনুষ্ঠানিকতার মাধ্যমে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া এবং জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সেনাসদর, ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও এবং অন্য সৈনিকরা উপস্থিত ছিলেন।