গয়েশ্বরের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান কামরুলের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে কেরানীগঞ্জে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেকমন্ত্রী সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় আজ রোববার (২৭ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।
সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করছেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এত সাহস কোথা থেকে পেলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বরের বিরুদ্ধে কেরানীগঞ্জে আন্দোলন গড়ে তুলতে হবে।
কামরুল ইসলাম আরও বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। বিএনপি-জামায়াত দেশে অগ্নিসংযোগে নেমেছে।
কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক হামিদা বেগম লতার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শবনম জাহান শীলা, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ামিন প্রমুখ।