দুই কোটি হৃদয়ে এনটিভি
বদলে যাচ্ছে সময়, সময়ের সাথে প্রেক্ষাপটও। তবে বদলায়নি দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিশ্রুতি। সময়ের সাথে আগামীর পথে নিত্য-নতুন ধারণা নিয়ে এনটিভি এখন আরও অগ্রগামী। ডিজিটাল প্লাটফর্মে মুগ্ধতা ছড়িয়ে তাই চ্যানেলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছুঁয়েছে দুই কোটিরও বেশি মানুষের হৃদয়। ইতোমধ্যে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজের ফলোয়ার বা অনুসারী দুই কোটি ছাড়িয়েছে, যা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের জন্য নতুন মাইলফলক।
দর্শকের মনজুড়ে থাকা এনটিভি ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি অনলাইন বা ডিজিটাল বিভাগ চালু করে। এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী এনটিভি অনলাইনের উদ্বোধন ঘোষণা করেন। একঝাঁক উদ্যমী কর্মী নিয়ে চালু হয় এনটিভি অনলাইন বিভাগ। সেদিনই এনটিভির অফিসিয়াল ওয়েবসাইট চালুর পাশাপাশি উন্মুক্ত করা হয় ফেসবুক পেজটিও। তথ্যপ্রযুক্তির যুগে দর্শকের মনকে সহজে রাঙিয়ে তুলতে যোগ হয় নতুন নতুন সব পরিকল্পনা। সেই সব পরিকল্পনায় ভর দিয়ে ডিজিটাল দুনিয়ার নানা অঙ্গন মাতিয়ে রেখেছে এনটিভি অনলাইন।
এনটিভি অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানগুলোও ফেসবুক, ইউটিউব, ডেইলিমোশন, টিকটক, লাইকি, লিংকডইনসহ একাধিক ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ করে থাকে। জনপ্রিয় এসব অনুষ্ঠানের ভিডিও শেয়ারের পাশাপাশি এনটিভি পেজে তুলে ধরা হয় রুচিশীল বিনোদন, খেলাধুলা, শিক্ষা, শিল্প-সাহিত্যের নানা দিক নিয়ে লেখা খবর, ফিচার ও ভিডিও। পাঠক, দর্শক, ফলোয়ারদের জন্য প্রকাশ করা হয় আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া নানা তথ্য। প্রবাসীদের নানা সাফল্য-বেদনার প্রতিবেদনও ঠাঁই করে নেয় এই প্লাটফর্মে। হৃদয় থেকে হৃদয়ে আজ তাই আরও সমৃদ্ধ, আরও বিশ্বস্ত গণমাধ্যম এনটিভি ও এর অনলাইন প্লাটফর্ম।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ফেসবুক পেজ উন্মুক্ত হওয়ার চার মাসের মধ্যেই সেটি ভেরিফায়েড হয়। ফেসবুকের নতুন নতুন ফিচার উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে যুক্ত হয় এনটিভি। এরই ধারাবাহিকতায় প্রায় সাড়ে আট বছরে অতিক্রম করে দুই কোটি ফলোয়ারের মাইলফলক। দর্শক, শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এনটিভি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে—দুই কোটি ফলোয়ার অর্জনের শুভক্ষণে এমনই প্রত্যাশা। এই সাফল্যে সঙ্গে থাকার জন্য পাঠক, দর্শক ও অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।