ফেসবুকে এনটিভির ২ কোটি ফলোয়ার, বর্ণিল আয়োজনে উদযাপন
বদলে যাচ্ছে সময়, সময়ের সাথে প্রেক্ষাপটও। তবে, বদলায়নি দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিশ্রুতি। সময়ের সাথে আগামীর পথে নিত্য-নতুন ধারণা নিয়ে এনটিভি এখন আরও অগ্রগামী। ডিজিটাল প্লাটফর্মে মুগ্ধতা ছড়িয়ে তাই চ্যানেলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছুঁয়েছে দুই কোটিরও বেশি মানুষের হৃদয়। এই অর্জন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের জন্য নতুন মাইলফলক। এই অর্জনকে আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে কেক কেটে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়।
আনন্দঘন এ মুহূর্তে এনটিভির পরিবারের সবার সাথে এ উদযাপনে অনলাইনে যুক্ত হন এনটিভির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। এ সময় তিনি এনটিভি পরিবারের সঙ্গে থাকার জন্য দেশ-বিদেশের দর্শকসহ শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এনটিভি একটি পরিবার, সবাই এখানে টিমওয়ার্ক করছে। এ কারণে সারা বিশ্বে এনটিভির সুনাম ও দর্শক প্রতিনিয়ত বাড়ছে। আমি আশা করছি, ভবিষ্যতে আরও ভালো জায়গায় পৌঁছাবে এনটিভি ও এনটিভি অনলাইন।’
স্মৃতিচারণা করতে গিয়ে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘২০১৪ সালে আমরা শুরু করেছিলাম। এ সংক্ষিপ্ত সময়ে এনটিভির সকল বিভাগের সহযোগিতায় অনলাইনে টিভি চ্যানেলের মধ্যে ফেসবুকে শীর্ষ ফলোয়ার হয়েছে। এ অর্জন ধরে রেখে সামনে আরও এগিয়ে যেতে হবে।’
এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ বলেন, সকল বিভাগের সহায়তায় এগিয়ে যাচ্ছে এনটিভি ও এনটিভি অনলাইন। আমাদের সঙ্গে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি।
এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ বলেন, এনটিভির সকল বিভাগের টিম ওয়ার্কের কারণে দেশে ও বিদেশে ডিজিটাল প্ল্যাটফর্মে এনটিভি অনলাইনের সঙ্গে দর্শকরা প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন। আমার বিশ্বাস, এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম সামনে আরও এগিয়ে যাবে। অনলাইনের সঙ্গে যুক্ত থাকায় সকল দর্শককে ধন্যবাদ।
এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ বলেন, ‘ফেসবুকে এখন আমাদের দুই কোটি ফলোয়ার। সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন গৌরবের।’ সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে সার্বিক সহযোগিতার জন্য তিনি এনটিভির পরিচালবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য এনটিভির সব বিভাগের সহকর্মীরা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেন।
কেট কাটার এ আয়োজনে উপস্থিত ছিলেন এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, বিপণন প্রধান অঞ্জন কুমার কুণ্ডু, যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, চিফ গ্রাফিক ডিজাইনার তানভীরুল ইসলাম মিঠু, এনটিভির অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন, এনটিভির চিফ অব করেসপনডেন্টস মো. আরিফুর রহমান, সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান টিটু, সিনিয়র এক্সিকিউটিভ নাজমুল হোসেন নেহাল প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনটিভি অনলাইনের বার্তা বিভাগের যুগ্ম বার্তা সম্পাদক প্রশান্ত অধিকারী ও আলীম আল হাসান, সহকারী বার্তা সম্পাদক সৈয়দ আহসান কবীর, সিনিয়র নিউজ রুম এডিটর নাজমুল হাসান পাটোয়ারী, নিউজরুম এডিটর গোলাম কিবরিয়া ও অমিত কিশোর রাউৎ। এনটিভি অনলাইনের রিপোর্টিং বিভাগের প্রধান ও স্পেশাল করেসপনডেন্ট মো. জাকের হোসেন, সিনিয়র করেসপনডেন্ট এম এ নোমান, সিনিয়র করেসপনডেন্ট শুভ্র সিনহা রায়, স্টাফ করেসপনডেন্ট ফখরুল শাহীন, স্টাফ করেসপনডেন্ট মাসুদ রায়হান পলাশ। ক্রীড়া বিভাগের স্টাফ করেসপনডেন্ট হিমু আক্তার ও জহিরুল কাইউম ফিরোজ, সিনিয়র ফটো জার্নালিস্ট সাইফুল সুমন ও ফটো জার্নালিস্ট মোহাম্মদ ইব্রাহিম। ফিচার বিভাগের সিনিয়র নিউজরুম এডিটর এস কে ফয়সাল আহমেদ, স্টাফ করেসপনডেন্ট মাহাবুবুর রহমান সুমন ও নিউজ রুম এডিটর আসাদুল ইসলাম দুলাল। ডিজিটাল বিজনেস বিভাগের ইশরাক হোসেন শাকিল, মোরশেদুল আরিফিন সজল, সাইমুম ইমতিয়াজ, আবু এহসান, মো. সজিবুর রহমান পলাশ ও মো. আবু হাসান।
আরও উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ ভিজ্যুয়ালাইজার মো. দিদার হোসেন, গ্রাফিক্স ডিজাইনার ওমর ফারুক, এক্সিকিউটিভ ভিডিও মনেটাইজেশন মাহাদী হাসান, মো. রেজাউল করিম, আদনান শাহারিয়ার তাজ ও তাজমুল তন্ময়, জুনিয়র ভিডিও মনেটাইজেশন মো. ইমাম হোসেন ও জুনিয়র এক্সিকিউটিভ (সোস্যাল মিডিয়া) সাহেল আফরিন রবিন।
ভিডিও এডিটিং বিভাগ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ ভিডিও এডিটর সফর আলী, সিনিয়র ভিডিও এডিটর আশহাবুল হক নান্নু ও মাজহারুল ইসলাম, ভিডিও এডিটর নূর হোসেন রানা, শাকিল আহমেদ হৃদয়। কনটেন্ট ম্যানেজমেন্ট থেকে উপস্থিত ছিলেন গাজী মেশকাত ও আবু সাদাক মোহাম্মদ সালেহীন।
২০১৪ সালে দর্শকের মনজুড়ে থাকা এনটিভির অনলাইনের কার্যক্রম শুরু হয় এবং ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে অনলাইন বা ডিজিটাল বিভাগ চালু হয়। এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী এনটিভি অনলাইনের উদ্বোধন করেন। একঝাঁক উদ্যমী কর্মী নিয়ে চালু হয় এনটিভি অনলাইন বিভাগ। সেদিনই এনটিভির অফিসিয়াল ওয়েবসাইট চালুর পাশাপাশি উন্মুক্ত করা হয় ফেসবুক পেজটিও।
এনটিভি অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানগুলোও ফেসবুক, ইউটিউব, ডেইলিমোশন, টিকটক, লাইকি, লিংকডইনসহ একাধিক ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ করে থাকে। জনপ্রিয় এসব অনুষ্ঠানের ভিডিও শেয়ারের পাশাপাশি এনটিভি পেজে তুলে ধরা হয় রুচিশীল বিনোদন, খেলাধুলা, শিক্ষা, শিল্প-সাহিত্যের নানা দিক নিয়ে লেখা খবর, ফিচার ও ভিডিও। পাঠক, দর্শক, ফলোয়ারদের জন্য প্রকাশ করা হয় আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া নানা তথ্য। প্রবাসীদের নানা সাফল্য-বেদনার প্রতিবেদনও ঠাঁই করে নেয় এই প্লাটফর্মে। হৃদয় থেকে হৃদয়ে আজ তাই আরও সমৃদ্ধ, আরও বিশ্বস্ত গণমাধ্যম এনটিভি ও এর অনলাইন প্লাটফর্ম।
দর্শক, শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এনটিভি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে—দুই কোটি ফলোয়ার অর্জনের শুভক্ষণে এমনই প্রত্যাশা। এই সাফল্যে সঙ্গে থাকার জন্য পাঠক, দর্শক ও অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।