সারা দেশে সনাতন ধর্মীয় আনুষ্ঠানিকতায় জন্মাষ্টমী উদযাপন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/06/narsingdi-jonmastomy-pic-tham.jpg)
সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর)। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আড়ম্বর-আনুষ্ঠানিকতায় পালন করা হয়েছে মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
ভজন দাস, নেত্রকোনা
নেত্রকোনা সদর ও পূর্বধলায় ধর্মীয় ভাবগাম্বীর্যে নানা আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আর্বিভাব তিথিতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সকালে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আখড়া প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির উদ্যোগে চার দিনব্যাপী উৎসবের উদ্ধোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
উৎসব উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার সরকারের সভাপতিত্বে নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক প্রমুখ।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/09/06/netrokona-pic-jonmastomi-utshob-pic_0.jpg)
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শরীয়তপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। আজ সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শরীয়তপুর জেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পালং হরিসভার কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
শোভাযাত্রাটি উদ্ধোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর পৌর মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনসহ স্থানীয় সনাতন ধর্মীয় নেতাকর্মীরা।
শোভাযাত্রায় জেলার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেন। এ সময় তারা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
মিজানুর রহমান, ঝিনাইদহ
ঝিনাইদহে শুভ জন্মষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টার দিকে স্থানীয় শ্রী শ্রী মদনমোহন মন্দির থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
জেলা প্রশাসক, পুলিশ সুপার,গণমাধ্যমকর্মীসহ কয়েক হাজার সনাতন ধর্মের নারী-পুরুষ ও শিশু এ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে স্থানীয় শ্রী শ্রী মদনমোহন মন্দির প্রাঙ্গণে আলোচনা ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি বাবু কনক কান্তি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. আজিম-উল-আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রথীন্দ্র নাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, মন্দিরভিত্তিক শিশু ও গবেষণা সহকারী প্রকল্প পরিচালক মৌসুমী সুলতানাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/09/06/jhenaidah-jonmastomi-pic-.jpg)
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
নরসিংদীতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের গোপীনাথ জিউর আশ্রমে এ অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সসদস্য মো. নজরুল ইসলাম (বীরপ্রতীক)।
আলোচনা সভা শেষে গোপীনাথ জিউর আশ্রম থেকে একটি শোভাযত্রা বের করা হয়। এটি নরসিংদী পৌরসভা, বাজি মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মের বিভিন্ন বয়সের শত শত মানুষ এতে অংশ নেয়। বিভিন্ন সাজ-পোশাক পরিধান করে শুভযাত্রায় অংশ নেয় ছোট ছোট কোমলমতি শিশুরাও।
নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুর আরেফিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাসসহ বিভিন্ন স্তরের মানুষ।
এর আগে গোপীনাথ জিউর আশ্রম প্রাঙ্গণে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে চণ্ডীপাঠ, গীতাপাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা ও রাতে কৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।
কাকন রেজা, শেরপুর
শেরপুরে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। আজ এ উপলক্ষে জেলা শহরে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা শহরের গোপাল জিওর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শেরপুর ও গাজীপুর জেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতা উত্তম চক্রবর্তী রকেটের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক শামীম আহমেদ। আলোচনা শেষে দুঃস্থদের মধ্যে হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়। এরপর একটি মঙ্গল শোভযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শাহজাহান সিরাজ মিঠু
জয়পুরহাটে শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে নানা আয়োজনে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখা ও জন্মাষ্টমী উদযাপন জেলা কমিটির যৌথ উদ্যোগে- আজ সূর্যোদয়ের আগে শহরের জয়পুরহাট কেন্দ্রীয় শিব মন্দির- হরিবাসরে শঙ্খ ধ্বনির মাধ্যমে পরমেশ্বরের জাগরণ, সকালে শ্রী শ্রী গীতা পাঠ ও প্রাত সংকীর্ত্তনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।
জয়পুরহাট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি- অ্যাডভোকেট ঋষিকেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মণ্ডল ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
আলোচনা সভা শেষে দুপুর সোয়া ১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।