কুমিল্লায় বন্যার্ত সনাতনদের জন্মাষ্টমীর উপহার দিলেন সমন্বয়ক তারিকুল
কুমিল্লায় বন্যায় দুর্গত সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর উপহার নিয়ে এলেন কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম। আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে বুড়িচং উপজেলার বেশ কয়েকটি এলাকায় তিনি বিভিন্ন ধরনের ফলফলাদি বিতরণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ফলফলাদি বিতরণ করা হয়। এর আগে সকাল থেকে উপজেলার ইছাপুরা ও ভরাসার এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে তাঁর নেতৃত্বে শিক্ষার্থীরা। এ সময় সঙ্গে ছিলেন, সহ সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান, পলাশ আহমেদ, কুমিল্লা জেলা সমন্বয়ক রুবেল হোসেন, সহযোগী তুহিন আহমেদ, ইয়াসিন আরাফাত হিমু, মামুনসহ অনেক শিক্ষার্থী।
এ সময় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ইস্যু নেই। আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের লোকজনদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশে ব্যবহার করে আসছিল। আমরা সব বৈষম্য দূর করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।’
তারিকুল ইসলাম আরও বলেন, ‘জন্মাষ্টমী উপলক্ষে আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য ক্ষুদ্র পরিসরে উপহার সামগ্রী নিয়ে এসেছি। যারা বন্যা দুর্গত হয়েছে সেসব সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশে আমরা দাঁড়িয়েছি। তাদের নিয়ে কোনো ধরনের অপরাজনীতি করার কোনো সুযোগ নেই।’
তারিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। এখন তার ফ্যাসিজম সিস্টেমের সংস্কার করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশ ও জাতির কল্যাণ নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। দেশের এই দুর্যোগ মুহূর্তে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।’