ডিঙ্গাপোতা হাওরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন
নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওর এলাকায় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার গাগলাজুর ইউনিয়নের শ্যামপুর গ্রামবাসীর উদ্যোগে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শ্যামপুর গ্রামবাসীর অভিযোগ, শত বছরের পুরোনো কবরস্থানটি পাশের কমলাপুর গ্রামের ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক দখলের পাঁয়তারা হচ্ছে। তাদের হাত থেকে কবরস্থানটি রক্ষার দাবিতে তাদের এ মানববন্ধন।
হাওরাঞ্চলের বিভিন্ন গ্রামের নারী, পুরুষ, শিশু এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী, জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কবরস্থানের জায়গায় ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। এতে বক্তব্য দেন মো. তফাজ্জল হোসেন, বিউটি আক্তার, আজাদ মিয়া, নজরুল ইসলাম, মো. মজিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা ভূমিদস্যু ও দখলের পাঁয়তারাকারীদের নিন্দা ও ধিক্কার জানান। তাঁরা হাওরাঞ্চলের কয়েকটি গ্রামের একমাত্র কবরস্থানটি রক্ষা ও সংস্কারে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।