জার্মান চার্জে ডি’অ্যাফেয়ার্সের সঙ্গে এবি পার্টি প্রতিনিধিদলের সাক্ষাৎ
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিনিধিদল আজ রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশে নিযুক্ত জার্মান চার্জে ডি’অ্যাফেয়ার্স (এআই) ইয়ান-রল্ফ ইয়ানোভস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানের জার্মান দূতাবাসে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এবি পার্টির প্রতিনিধিদলে ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সহকারী সদস্য সচিব এবং উইমেন উইং ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। আলোচনার সময় জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক, প্রেস ও সাংস্কৃতিকবিষয়ক অ্যাটাশে জিলকেশ্মীর।
এবি পার্টি নেতৃবৃন্দ তাদের দল গঠনের প্রেক্ষাপট, দলের নীতি-কর্মসূচি ও দলটি গত চার বছরে যে প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পাড়ি দিয়ে অগ্রসর হয়েছে তা তুলে ধরেন।
জার্মান চার্জে ডি’অ্যাফেয়ার্সের সঙ্গে আলাপের সময় দেশের গুণীজন ও বিশিষ্ট নাগরিকদের মধ্যে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস, মানবাধিকার সংস্থা 'অধিকার'-এর সম্পাদক আদিলুর রহমান খানসহ মানবাধিকার সংগঠন ও কর্মীদের কার্যক্রমে বাঁধা সৃষ্টি ও বিচারিক হয়রানির বিষয়টি প্রাধান্য পায়।